আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ছোট বিষয়কে ইস্যু করে গত মার্চের ২৬-২৮ তারিখে হেফাজতের তাণ্ডবে সরাসরি বিএনপির মদদ ছিল। বিএনপি যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, বায়তুল মোকাররমের বিষয়কে ইস্যু করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে প্রচারের ষড়যন্ত্র করা হয়েছিল। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না, তারাই এভাবে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করতে পারে। এ ইস্যুতে হেফাজত-বিএনপি একাকার হয়ে গেছে। হেফাজতে ইসলামসহ ধর্ম ব্যবসায়ীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে প্রতিরোধ করা হবে।

তিনি আরও বলেন, ভিডিও দেখে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই হামলায় বিএনপির অনেক পদধারী নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ  কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ/আরএআর