মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে ফুফাতো ভাই গ্রেফতার
বাগেরহাটে ৫ম শ্রেণির শিক্ষার্থী মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে করা মামলায় উজ্জল খাঁ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে উজ্জল খাঁ ও তার মা ফরিদা বেগমকে আসামি করে থানায় মামলা করেন। গ্রেফতার উজ্জল খাঁ বাগেরহাট সদর উপজেলার বেনগাতী গ্রামের সিদ্দিক খাঁর ছেলে।
বিজ্ঞাপন
মামালার বাদী জানান, ১৫ ফেব্রুয়ারি আমার বোন ফরিদা বেগম আমার বাড়িতে আসেন। যাওয়ার সময় আমার মেয়েকে তার বাড়ি বেড়াতে নিয়ে যান। ২৯ মার্চ মেয়েকে বাড়িতে নিয়ে আসি। মেয়ের শারীরিক অসুস্থতা দেখে কারণ জানতে চাইলে জানায় উজ্জল খাঁ তাকে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি আমি বোনকে জানালে অস্বীকার করে হুমকি দেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত মেয়েটির বাবার করা মামলায় উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/এএম