বিস্ফোরক মামলায় কারাগারে রয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মৃধা। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাতে মারা গেছেন তার বাবা মোতালেব হোসেন মৃধা। প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন তিনি। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ২০ ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে পুলিশ আটক করে। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নাজমুল মৃধার বাবা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবার জানাজায় অংশগ্রহণের জন্য শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত নাজমুল মৃধাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজা নামাজের সময় তার হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ বলেন, নাজমুল মৃধা মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। আজ ডান্ডাবেড়ি পরা অবস্থা তিনি তার বাবার জানাজায় অংশ নেন।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, আমি জানাজার নামাজ পড়তে মির্জাগঞ্জ গিয়েছিলাম। এই ফ্যাসিবাদ সরকার অন্যায়ভাবে আমাদের ছাত্রদলের নাজমুলকে গ্রেপ্তার করেছে। আজ তাকে ডান্ডাবেরি পরা অবস্থায় বাবার জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। পুলিশের এই ধরনের কার্যক্রম দেশ ও সমাজের জন্য অন্ধকার বয়ে আনবে। 

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,  আদালত তাকে ৫ ঘণ্টার জন্য পেরোলে জামিন দিয়েছিলেন। জানাজার স্থানে অন্যান্য ছাত্রদল নেতাদের উপস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজা নামাজ পড়তে হয়েছে।

মাহমুদ হাসান রায়হান/আরএআর