শ্যামল উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শ্যামল উদ্দিনকে (৩০) চাঁদাবাজির মামলাসহ দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বেলা ১১টায় উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শ্যামল উদ্দিন সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ভানুয়া গ্রামের শুয়াবাড়ির আব্দুর রব খোকনের ছেলে।

পুলিশ জানায়, শ্যামল ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ মানুষকে জিম্মি করে আর্থিক সুবিধা ভোগ করছিলেন। এ নিয়ে থানায় তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধরের একটি মামলা এবং আরেকটি চাঁদাবাজির মামলায় ওয়ারেন্ট ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, চাঁদাবাজির মামলাসহ দুই মামলায় শ্যামলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

হাসিব আল আমিন/এএম