ঝালকাঠিতে নেশাজাতীয় ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠিতে ৩০টি মাদক নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটতকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর নাম মো. আতিকুর রহমান (২৫) ও মো. তাওহিদুল ইসলাম (৩৫)।
শুক্রবার রাতে ঝালকাঠি পৌরসভার মধ্য চাঁদকাঠি এলাকার গণপূর্ত ভবনের সামনে থেকে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের আটক করে।
বিজ্ঞাপন
আটককৃত মাদক ব্যবসায়ী আতিকুর মধ্য চাঁদকাঠি এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং তাওহিদুল বিকনা এলাকার মো. আলমগীর খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে মাদক নেশাজাতীয় ইনজেকশনসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করে শনিবার (২০ জানুয়ারি) তাদের আদালত প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
টিএম