ফাইল ফটো

রাজশাহী জেলায় প্রতিদিনই কমছে সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। শীতকে কেন্দ্র করে নিদারুণ কষ্টে দিন যাচ্ছে নিম্ন আয়ের মানুষদের। এ মানুষগুলোকে জীবন-জীবিকার তাগিদে খুব সকালে কাজের সন্ধানে ছাড়তে হচ্ছে ঘর। তবে তীব্র শীতের কারণে কর্মজীবনেও পড়েছে ভাটা। 

এমন অবস্থায় রাজশাহীর উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা পরিমাণ ৯৯ শতাংশ। 

অপরদিকে, শীতের তীব্রতা বাড়লেও রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকের ক্লাসের সময় ১০টা করা হয়েছে। তবে মাধ্যমিকের সময়সূচীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। 

রিকশাচালক লিটন ইসলাম বলেন, শীত থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটা করে প্যান্ট পড়ি। গায়ে তো সোয়েটার জ্যাকেট আছেই। তারপরেও শীত লাগে। উপায় নাই, শীত যতই পড়ুক সংসার আর কিস্তি দিতে রিকশা তো চালাতেই হবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা কমায় এই অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে শীত। আবহাওয়া অফিস বলছে, দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে পারে। 

যদিও সোমবার (২২ জানুয়ারি) দিনভর আকাশে মেঘ ও চারপাশে কুয়াশার উপস্থিতি কম থাকলেও রাতের দিকে শীতের তীব্রতা বেড়ে যায়। এতে গত রোববারের তুলনায় সোমবার একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছিল শূন্য দশমিক ৬ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছিল শূন্য দশমিক ৭ ডিগ্রি।

দিনমজুর মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি শহরে কাজের সন্ধানে এসেছেন। তার দাবি কাজ কম হচ্ছে তাদের। তারপর শীত উপেক্ষা করে তারা প্রতিদিন কাজের সন্ধানে শহরে আসছেন। আগে প্রতিদিন কাজ হলেও এখন একদিন হলে আরেক দিন হয় না।

রাজশাহীতে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। আর গত রোববার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ পরিষ্কার আছে, সূর্যের দেখা মিলেছে সকালে। 

শাহিনুল আশিক/আরকে