অতিরিক্ত পদবি ব্যবহার করায় মুন্সীগঞ্জে এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদারও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার মালির অংক বাজারে ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার আব্দুস সালাম হাওলাদার নামে এক এমবিবিএস চিকিৎসক তার নামের পাশে বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি ব্যবহার করেছিলেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ভুয়া ডিগ্রি ব্যবহার করে চেম্বার করায় ওই চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ডা. আবদুস সালাম হাওলাদার মূলত একজন এমবিবিএস ডাক্তার। তিনি তার নামের সঙ্গে অতিরিক্ত পদবি ব্যবহার করে মিথ্যাচার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ব.ম শামীম/এমএএস