সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় জামিরুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আঠারোমাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামিরুল ইসলাম উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে। সে তালা শহীদ কামেল মডেল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। তবে সে বিদ্যালয়ে নিয়মিত যেত না।

স্থানীয়রা জানায়, জামিরুল মঙ্গলবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে নিজের এলাকা থেকে তালা বাজারের দিকে যাচ্ছিল। পথে গোনালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জামিরুল ইসলামের মা হাজিরা খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামীর ডিশলাইনের ব্যবসা রয়েছে। জামিরুল সেই ব্যবসা টুকটাক দেখাশোনা করতো। ছোট বেলা থেকে জামিরুলের মোটরসাইকেল চালানোর প্রতি বেশ আগ্রহ ছিল। মাঝেমধ্যে তার বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামে চালাতো। আজ সকালে বাড়ির কাজের লোকের মোটরসাইকেল নিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, ছেলেটার স্কুলে যাতায়াত কম ছিল। সুযোগ পেলে বাবার ডিশলাইনের ব্যবসা দেখাশুনা করতো। এত অল্প বয়সে মোটরসাইকেল চালানোর বিষয়টি নিয়ে স্থানীয়রা সমালোচনাও করতো। তবে পরিবার থেকে জোরালো নিষেধ না থাকায় সুযোগ পেলে পরিচিতদের মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতো। 

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ হোসেন/এএএ