খুলনার করোনাভাইরাস পরিস্থিতি
করোনার টিকা নিলেন খুলনার ২ লাখ মানুষ
খুলনায় করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ মানুষ
খুলনায় করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২২ হাজার আটজন। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল পর্যন্ত খুলনা মহানগরী ও জেলার মানুষ নিজ নিজ কেন্দ্রে এ টিকা নেন।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত খুলনায় এক লাখ ৭৩ হাজার ৩৭৯ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৬৯২ এবং নারী ৭০ হাজার ৬৮৭ জন। ৪৮ হাজার ৬২৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ১৫৭ এবং নারী ১৬ হাজার ৪৭২ জন।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র মঙ্গলবার পাঁচ হাজার ৫৯৫ জন করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় দুই হাজার ৫৩৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার ৫৬ জন।
উপজেলাগুলোর মধ্যে দাকোপ ২৬১ জন, বটিয়াঘাটায় ২৯৭ জন, দিঘলিয়া ২৪৭ জন, ডুমুরিয়া ৪৭০ জন, ফুলতলা ৩৫১ জন, কয়রা ২৯৯ জন, পাইকগাছা ৫০৪ জন, রূপসায় ৪৩৮ জন এবং তেরখাদায় ১৮৯ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার ৪১৮ এবং নারী দুই হাজার ১৭৭ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫১৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২১৩ জন এবং নয়টি উপজেলার ৩০০ জন। টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭৬ এবং নারী ২৩৭ জন।
খুলনার সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ বলেন, খুলনায় করোনার দ্বিতীয় ডোজের টিকার পাশাপাশি প্রতিদিন প্রথম ডোজের টিকাও দেওয়া হচ্ছে। নিজ নিজ কেন্দ্রে টিকা নিচ্ছে মানুষ।
মোহাম্মদ মিলন/এএম