ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, আমাদের সাংস্কৃতিক অবক্ষয় হয়েছে, মান এতটাই নেমে এসেছে যে, এক সময় বই মেলার আয়োজন স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকরা করতেন। আর আজ জেলা প্রশাসক আয়োজন করে আমাদের দাওয়াত করে এনেছে। 

ফরিদপুরে এমন চিত্র ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ফরিদপুর ছিল সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী। সেখানে সাহিত্য অঙ্গনের মানুষেরাই বই মেলা, কবিতা উৎসবের আয়োজন করতেন।

ফরিদপুরে ৯ দিনব্যাপী অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধন করে এসব কথা বলেন এ কে আজাদ। গতকাল বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তিনি।

শহরের অম্বিকা ময়দানে এ মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। এ মেলায় ৩০টি স্টল রয়েছে। এসব স্টলের কোনো কোনোটিতে বই প্রদর্শনী এবং কোনো কোনোটিতে বই বিক্রির ব্যবস্থা রয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, বাংলা ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, বাংলা ভাষা আমাদের সন্তানদের ভাষা। এই ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বই পড়ব, সন্তানদের বই পড়তে উৎসাহিত করব।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ এমদাদ হুসাইন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক  মো. শাহজাহান‌, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল দেখেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফরিদপুর শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।

জহির হোসেন/এনএফ