রফিকুল ইসলাম মাদানী

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা যুবলীগ নেতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাসন থানা পুলিশের হেফাজতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।

ওসি কামরুল ফারুক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা যুবলীগ কর্মী মোস্তাফিজুর রহমান বাসন থানায় ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এ মামলায় ১৮ এপ্রিল পুলিশ আদালতে রফিকুলের সাত দিনের রিমান্ড আবেদন করলে বুধবার শুনানির দিন নির্ধারণ করা হয়।

বাসন থানার ওসি আরও বলেন, পরে বুধবার (২১ এপ্রিল) আদালতের বিচারক শেখ নাজমুন্নাহার ভার্চুয়ালি শুনানির মাধমে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাসন থানা পুলিশের হেফাজতে আনা হয়।

শিহাব খান/এমএসআর