ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এর মধ্যে রাজশাহী জেলায় মারা গেছেন তিনজন। এছাড়া বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন করোনায়।

বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ২১১ জনের।

গত ২৪ ঘণ্টায় পাবনায় ৭২ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া বগুড়ায় ৬২, নওগাঁয় ৩৫, রাজশাহীতে ৩৩, সিরাজগঞ্জে পাঁচজন, নাটোরে দুজন, এবং এবং জয়পুরহাটে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৬ হাজার ৪২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭২ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৪৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৮২ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬৫, নওগাঁয় ৩২, সিরাজগঞ্জে ২৩, নাটোরে ১৬, চাঁপাইনবাবগঞ্জে ১৪, পাবনায় ১৩ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে করোনায়।

মহামারি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

ফেরদৌস সিদ্দিকী/এএম