গাজী গোলাম মোস্তফা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে জড়িয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় বহিষ্কার হলেন যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এসএম রুহুল আমিন।

তিনি বলেন, গাজী গোলাম মোস্তফা বুধবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে নিজের ফেসবুকে, ‘অভিশপ্ত এক মঞ্জিলে শেখ পরিবারের এক সদস্যের রাত্রিযাপন’ লিখে স্ট্যাটাস দেন। বিষয়টি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের নজরে পড়লে আমাকে জানান। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার হীন চক্রান্ত বলে বিবেচিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

গাজী গোলাম মোস্তফা বলেন, ফেসবুকে বঙ্গবন্ধু কিংবা তার পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দিইনি। আমার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করতে পারেন না।

জাহিদ হাসান/এএম