দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ

টাঙ্গাই‌লে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতী উপ‌জেলার এলেঙ্গা বাসস্ট‌্যান্ড সংলগ্ন এলাক‌ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ‌্যা‌নের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২) এবং বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে বায়েজিদ (২০)।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ছে‌ড়ে আসা পিকআপ ভ্যানটি বগুড়ায় যা‌চ্ছিল। এ সময় পিকআপ ভ্যানটি মহাসড়‌কের এলেঙ্গাতে পৌঁছালে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন।

তি‌নি আ‌রও বলেন, আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ভ‌্যানটি জব্দ করা হয়েছে। 

এসপি