ঝোপ থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ধানক্ষেতের পাশে ঝোপ থেকে নারীর লাশ উদ্ধার
নরসিংদীতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফেরচর এলাকায় ধানক্ষেতের পাশে ঝোপ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে পুটিয়া ইউনিয়নের গাজিপুর-ইটাখোলা সড়কের পাশে ঝোপের মধ্যে এলাকাবাসী এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়।
বিজ্ঞাপন
তীব্র গন্ধ ও প্রায় গলিত হওয়ায় লাশটির কাছে যেতে পারছিল না এলাকাবাসী। এরপর তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই ইমরান আহমেদ বলেন, লাশটি পচে কংকালে পরিণত হয়েছে। দেখে চেনার কোনো উপায় নেই। তবে ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় ১৫-২০ দিন ধরে এই জায়গাতেই পড়ে ছিল। লাশের পাশে একটি লাল ওড়না পাওয়া গেছে।
বিজ্ঞাপন
শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
রাকিবুল ইসলাম/এমএসআর/জেএস