লকডাউনে এনজিও ও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

লকডাউনে এনজিও ও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য সুন্দরী উড়াও, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও দফতর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার সংক্রমণ মোকাবিলায় সরকারঘোষিত লকডাউনে কর্মহীন গ্রাম-শহরের শ্রমজীবী মানুষ। আয়-রোজগার হারিয়ে অভাব-অনটনে বিপর্যস্ত তারা। তার সঙ্গে এনজিও ও ঋণের কিস্তি আদায়ে গ্রামের দিনমজুর, শহরের হকার, রিকশাচালক, দিন এনে দিন খাওয়া মানুষ দিশেহারা। লকডাউন কার্যকর করতে হলে হতদরিদ্র, শ্রমজীবী মানুষকে খাদ্য সামগ্রী দিতে হবে। সেই সঙ্গে নগদ অর্থ ও চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তারা।

চম্পক কুমার/এএম