ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাশেম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত কাশেম ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন শুকানোর জন্য খড় বিছাতে গেলে তার চাচাতো ভাই আনোয়ার গালিগালাজ করেন। ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা চলছে।

এরই জেরে সন্ধ্যায় কাশেমের সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশেমকে ছুরিকাঘাত করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল সঞ্চয়/এমএসআর