বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে তানভীর হাসান নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ঝাটিবেলাই ফুলজোর নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তানভীর হাসান সিরাজগঞ্জের সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা ড্রেজার দিয়ে বালু তুলছিলেন তানভীর হাসান। এজন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুভ কুমার ঘোষ/এএএ