কৃষকদের ধান কেটে দিচ্ছেন ব্যাংকাররা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক গ্রামে কৃষকদের ধান কেটে দিয়েছেন ব্যাংকাররা। শুক্রবার (২৩ এপ্রিল) স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংকের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলের নেতৃত্বে সংগঠনের ১৪ সদস্যের দল কৃষকের ২০ কাঠা জমির ধান কেটে দেন।

ধান কাটা কর্মসূচিতে সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ রিয়াদ হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নেহলিন রেজা সজীব, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম, আইনবিষয়ক সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি প্রমুখ।

সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল জানান, করোনার এই সময়ে তারা কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছেন। সারাদেশে তাদের যতগুলো আঞ্চলিক কমিটি রয়েছে, তাদেরও এই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সব শ্রেণিপেশার মানুষ মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।

এই সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংকারদের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় কৃষকরা। 

শেখ ফরিদ/এমএসআর/জেএস