নৈশপ্রহরীকে হত্যা করে মার্কেটে ডাকাতি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলন (৫৬) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে একটি মার্কেটের তিনটি দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় ডরিক মাদানী নামে মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশপ্রহরী আহত হয়েছেন।
আহত নৈশপ্রহরী সিদ্দিকুর রহমান বলেন, সাহরি খেয়ে আমরা ফজর নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ১০/১২ জনের ডাকাত দল মিলনের ওপর হঠাৎ হামলা চালায়। মিলন চিৎকার করার চেষ্টা করলে তাকে হাত-পা বেঁধে পেটাতে থাকে ডাকাতরা। আমি দৌড়ে এসে চিৎকার করলে আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে পেটায়। একপর্যায়ে তারা মিলনের মুখ চেপে ধরে। পরে ডাকাতি শেষে চলে গেলে মিলনের সামনে গিয়ে দেখি সে মারা গেছে।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ভোরে ডাকাতরা মার্কেটের তিনটি দোকানে থাকা ব্যাটারি, ফ্রিজ, ওভেন ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে নৈশপ্রহরী মিলন বাধা দিলে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে।
মার্কেটের একটি দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন দল। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিজ্ঞাপন
রাজু আহমেদ/আরএআর