ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
জয়পুরহাটের কালাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কালাই পৌরসভার সরাইল এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও ৩ জন চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন মোছা. ফাহিমা (৪০) ও মো. রোকন (১৪)। ফাহিমা বগুড়ার শিবগঞ্জ থানার রাঙ্গামাটি গ্রামের হেলালের স্ত্রী। আর রোকন একই গ্রামের আ. কাদেরের ছেলে। আহতরা হলেন মাইক্রোবাসের চালক আ. রশিদ (৪৫), যাত্রী পাপিয়া (৩৫) ও ফারিয়া জুই (১৬)। তারা সকলেই রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালাইয়ের জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের ইমারত কোল্ড স্টোরের পাশে একটি আলু ভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস জয়পুরহাটের দিক থেকে বগুড়ার শিবগঞ্জ যাচ্ছিল। পথে ওই এলাকায় অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা আলু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ট্রাকের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ওই মাইক্রোবাসে চালকসহ ৮ জন ছিল। তাদের মধ্যে আহত ৫ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য অপর ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোর যাত্রী রোকন মারা যায়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
চম্পক কুমার/এএএ