কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জের বাজিতপুরে এক গরুর গুঁতোয় আরেক গরুর শিং ভেঙে ফেলার মতো তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় আবুল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার হিলোচিয়া ইউনিয়নের জমসেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল জমসেদপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। আটক আবুল হোসেন একই এলাকার মৃত আফাজ আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার জমসেদপুর এলাকার সোহেলের একটি গরুর গুঁতোয় একই এলাকার মৃত আফাজ আলীর ছেলে আবুল হোসেনের গরুর শিং ভেঙে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টায় দু’পক্ষের মধ্যে কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের বড় ভাই আক্রাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

এসকে রাসেল/এমএসআর