বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. মতিয়ার রহমান। মোবাইল ফোন প্রতীক নিয়ে ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে তৃতীয়বার আমতলী পৌর মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন অফিসার ও আমতলী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী এ ফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৮৩৯ জন ভোটার। এর মধ্যে ১২ হাজার ৬০৫ জন ভোটার পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেন। এতে মোট শতকরা ৭৯.৫৮ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫৮৯ ভোট। এছাড়া মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করা বাকি ৮ প্রার্থীর ৭ জনই ভোট পেয়েছেন দুই অংকের নিচে।

মো. আব্দুল আলীম/এসকেডি