নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের বিম ঢালাইয়ের সময় টপ স্লাব ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আশরাফুল ইসলামকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। একই ঘটনায় মিলন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫) ও আব্দুল মোতালেব (৩০) নামে ৪ শ্রমিক আহত হয়েছেন। তারা স্থানীয় সুগন্ধা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
 
দুর্ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনডির স্থায়ী পানি নিষ্কাশনে পাম্প স্টেশনের (হিরাঝিল) নতুন রাস্তায় পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে। কাজ চলাকালীন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাম্প হাউজের প্রধান গেট নির্মাণের সময় গেটের টপ স্লাব ঢালাই দেয়ার সময় তা ধসে পড়ে। এতে ৪/৫ জন শ্রমিক চাপা পড়ে।

সেনা সদস্যরা দ্রুত তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও দুই শ্রমিক স্লাবের নিচে চাপা পড়ে যায়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মাণ শ্রমিক মো. আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। তিনি নীলফামারীর  জলঢাকা উপজেলার ডাওয়াবাড়ী গ্রামের জবান উদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসাদুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক আশরাফুল ইসলামকে আমাদের হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, চাপা পড়া একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালের ম্যানেজার আব্দুল জলিল জানান, আহত অবস্থায় মিলন, জহির, বাদশা মিয়া ও আব্দুল মোতালেব নামে ৪ জন শ্রমিক আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট নামের একটি প্রতিষ্ঠান ডিএনডি পাম্প হাউজের উন্নয়ন প্রকল্পের কাজ করছে।

রাজু আহমেদ/এমএএস