প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে নোয়াখালীতে বিপাকে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহারসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুলমাঠে তৃতীয় লিঙ্গের ১০০ ব্যক্তি ও কর্মহীন হয়ে পড়া অসহায় ৩০০ পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

এ সময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়। উপহারসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল দেওয়া হয়।

জেলা প্রশাসক জানান, লকডাউনে বিপাকে পড়া ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষ এবং অসহায় ৩০০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অনান্য পেশার মানুষের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসআর