শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

উত্তরবঙ্গের করোনাভাইরাস হটস্পট বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২ নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।
 
মৃতরা হলেন বগুড়া চেলোপাড়া এলাকার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবহান (৭১) এবং নওগাঁর দিলরুবা (৬৫)। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন জেলায় করোনায় দুই নারীর মৃত্যু হয়।

ডা. তুহিন জানান, ২৪ ঘণ্টায় ২৭৭ নমুনার ফলাফলে নতুন করে ৩১ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৫ জন। নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে সদরে ২৭, গাবতলীতে ২ এবং বাকি ২ জন শাজাহানপুরের বাসিন্দা। এর আগের দিন জেলায় ৩০৭ নমুনায় ৪৬ জন করোনায় শনাক্ত হয়েছিলেন। 

ডা. তুহিন আরও জানান, ২৬ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬৩ নমুনায় ২৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ১৪ নমুনায় চারজনের পজিটিভ এসেছে।   

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৭৫২ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৯১ জনে ঠেকেছে ও জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৮৪ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর