পটুয়াখালীতে ডায়রিয়ার রোগীর মলে কলেরার জীবাণু
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়ার রোগীরা
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মলে কলেরার জীবাণু পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন রোগীর মল পরীক্ষা করে তাতে কলেরার জীবাণুর উপস্থিতি পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গত ২০ এপ্রিল পটুয়াখালীর মির্জাগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআরকে জানান সিভিল সার্জন। এর প্রেক্ষিতে সোমবার (২৬ এপ্রিল) আইইডিসিআরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।
সেখানে চিকিৎসাধীন ছয় রোগীর মল পরীক্ষা করে দুইজনের মলে কলেরার জীবাণুর উপস্থিতি পান তারা।
বিজ্ঞাপন
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৯ হাজার ১৩৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ৮ হাজার ৮২২ জন রোগী সুস্থ হয়েছেন। মোট মৃত্যুবরণ করেছেন চারজন। এছাড়াও জেলায় মোট স্যালাইন মজুত রয়েছে ১১০০ সিসির ১১ হাজার ৭৬৮টি আর ৫০০ সিসির ৬ হাজার ৭৮০টি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আইইডিসিআরের প্রতিনিধি দল বিভিন্ন উৎসের পানির নমুনা সংগ্রহের পাশাপাশি রোগীদের মল পরীক্ষা করেছে। মলে কলেরার জীবাণু পাওয়া গেছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, সবাইকে বিশুদ্ধ পানি পান করতে হবে। কলেরার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেএস