হামলা ও শ্লীলতাহানির অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও দুই কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী কাউন্সিলর। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ মডেল থানায় দায়েরকৃত নারী কাউন্সিলরের অভিযোগটি বুধবার ভোরে আমলে নিয়ে তা রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলেন মেয়র মুহিবুর রহমান, কাউন্সিলর ফজর আলী ও বারাম উদ্দিন। বাকিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অনাস্থা প্রস্তাব দেন সাত কাউন্সিলর। এরপর থেকেই মেয়র কাউন্সিলরদের ওপর ক্ষিপ্ত ছিলেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরসভার দক্ষিণ মিরেরচর এলাকায় মেয়রের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদ করলে মেয়র ও তার সহযোগীরা ওই নারী কাউন্সিলরকে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নারী কাউন্সিলর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/এএএ