রংপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ

রংপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে নগরীর বিভিন্ন এলাকার ৪০০ শ্রমিকের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।

রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ

জেলা প্রশাসক বলেন, করোনায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী ও কর্মহীন মানুষ। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় তরঙ্গে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্যাভাবে রয়েছেন। মহামারিতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেক স্থানে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষ এ অনুদান পাবেন।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফরহাদুজ্জামান ফারুক/এএম