উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী সাবেকুন সম্পর্কে কর্মীদের হুঁশিয়ার করল বিএনপি
পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা নিজেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছে জয়পুরহাট জেলা বিএনপি। এজন্য দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে বুধবার (১৫ মে) প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দলটি।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেকুন নাহার শিখা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি ভোটের প্রচারণায় নিজেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন এবং প্রচারণায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কোনো সদস্য নয়। বিএনপির রাজনীতির সঙ্গে অতীতে তার কোনো সম্পৃক্ততা ছিল না, বর্তমানেও নেই। সুতরাং পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দলীয় সকল নেতাকর্মীদেরকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জানতে বৃহস্পতিবার চেয়ারম্যান পদপ্রার্থী সাবেকুন নাহারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ঢাকা পোস্টকে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী সাবেকুন নাহার শিখা নিজেকে বিএনপির দলীয় প্রার্থী বলে পরিচয় দিচ্ছেন। তিনি বিএনপির কেউ না। বিএনপির কোনো নেতাকর্মী নির্বাচনে তার পক্ষ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সাবেকুন নাহারের স্বামী শাহ কামাল রাসেল জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে আছেন। নির্বাচনে স্ত্রীর পক্ষে কাজ করায় বিএনপি কেন্দ্রীয় কমিটি ও জিয়া স্মৃতি পাঠাগারও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চম্পক কুমার/এএএ