কৃষকের পাকা ধান কেটে দিল যুবলীগ
দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা
মেহেরপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা ৷ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলাধীন গোভীপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় মেহেরপুর যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছেন।
সরফরাজ হোসেন মৃদুল বলেন, লকডাউনে মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শ্রমিক সংকটের মধ্যে পড়েন। অন্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসলেও গত ২ বছর করোনার কারণে আসতে পারছেন না। ফলে ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন চাষিরা।
বিজ্ঞাপন
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে কৃষকের ধান কাটায় অংশ নেন সাবেক ছাত্রনেতা ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ।
আরও উপস্থিত ছিলেন গাংনী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএসআর