রাজনগরে মুন্সিবাজার ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মুন্সিবাজারে ঘণ্টাব্যাপী গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে স্থানীয় সূত্র বলছে, আহতের সংখ্যা অন্তত ১৫ জন। এর মধ্যে বর্তমান মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়ার ভাই জুনেদ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধরের জেরে এই ঘটনা ঘটে। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছেন। 

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ওমর ফারুক নাঈম/এমএসআর