ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় গাড়ির ধাক্কায় রিকশা আরোহী এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কুলসুম বেগম (২৪)। তিনি ডবলমুরিং পান্না পাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার স্ত্রী।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল ৮টার দিকে কুলসুম বেগম রিকশাযোগে পোশাক কারখানায় যাচ্ছিল। নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় পৌঁছালে সিটি করপোরেশনের একটি আবর্জনাবাহী গাড়ি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

এসপি