ডিবি পরিচয়ে বিশেষ অভিযানে এসে আটক ২
ডিবি পুলিশ পরিচয় দেয়া মাসুদ ও রাজ্জাক
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে দুইজনকে আটক করেছে সাভার থানা পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা (৫২) ও পটুয়াখালীর গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা। মাসুদ রানার বিরুদ্ধে ২০১৫ সালে পুলিশ পরিচয়ে প্রতারণার দায়ে রাজধানীর দারুসসালাম থানায় মামলা হয়েছিল। রাজ্জাক মৃধার বিরুদ্ধেও মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তারা মানিকগঞ্জের বাথুলিতে থেকে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া এলাকার সিরাম শেখের বাড়িতে তার ছোট ভাইয়ের কাছে এসে আড্ডা দিতেন মাসুদ ও রাজ্জাক। সিরাম শেখের সন্দেহ হলে তিনি তাদের পরিচয় জানতে চান। তখন তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে এসেছেন বলে জানান। এ সময় সাভার থানায় খবর দিলে তারা পালানোর চেষ্টা করেন। অটোরিকশা যোগে পালানোর সময় তাদের আটক করে পুলিশ। আটক মাসুদ রানার পরিহিত পোশাকে ডিএমপির মনোগ্রাম, মুজিব শতবর্ষের মনোগ্রাম, পুলিশের পতাকা ও জাতীয় পতাকা সম্বলিত মনোগ্রাম লাগানো ছিল। তার ব্লেজারের নিচে যে শীতের পোশাক ছিল তা অবিকল পুলিশের শীতের পোশাকের মত। তবে মনোগ্রাম ছিলো না।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপূর্ব বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। শনিবার (২ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
আরএআর