নিহত আব্দুল মালেক (ফাইল ছবি)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল মালেক (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোষাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাঝেরপাড়ার মতে আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে হাত-মুখ ধোয়ার জন্য ইটভাটার পানির পাম্পে যান আব্দুল মালেক। এ সময় টিটু নামে এক শ্রমিক দেখেন আব্দুল মালেক মাটিতে পড়ে ছটফট করছে। তার চিৎকারে অনান্য শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে যান। পরে আব্দুল মালেককে উদ্ধার করে সদর হাসপাতালের  জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মালেকের পরিবারের সদস্যরা বলেন, তার মৃত্যুর বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তার সঙ্গে কারো কোনো বিবাদ ছিল না। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ের সুষ্ঠু তদন্ত চায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যান মালেক। তার মৃত্যু রহস্যজনক হওয়ায় আমরা পুলিশকে জানিয়েছি। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, শুক্রবার সন্ধ্যার আগে ইটভাটায় এক শ্রমিক মারা গেছেন। এটা বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু আমরা খতিয়ে দেখছি। মালেকের শরীরে কোনো চিহ্ন ছিল না। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাইনি। শনিবার (২ জানুয়ারি) ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আব্দুল মালেকের মৃত্যুর কারণ জানা যাবে।

এসপি