আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে কলেজছাত্র আহত, থানায় মামলা
আ.লীগ নেতা শওকত আলী তালুকদার।
সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে কলেজছাত্র আল আমিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (২ জুন) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান।
বিজ্ঞাপন
এর আগে, গত শনিবার (১ জুন) রাতে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি মো. আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখনো দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি, ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ও ঘটনা উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
বিজ্ঞাপন
গুলিতে আহত কলেজছাত্র রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের জমসের আলীর ছেলে আল-আমিন। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
প্রসঙ্গত, শুক্রবার (৩১ মে) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শওকত আলীকে অনুসরণ করছিল কয়েকজন ব্যক্তি। শওকত আলী বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন, কে আপনারা আর কী চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পাশের একটি দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শুভ কুমার ঘোষ/এএএ