ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক

করোনা মহামারির মধ্যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে অস্থির হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পেয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। এরপর পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে ৭ ট্রাক পেঁয়াজ। এই ৭ ট্রাক পেঁয়াজ প্রবেশের জন্য ভোমরা বন্দরের সহকারী কমিশনারের কার্যালয় থেকে অনুমোদন নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ মাকসুদ খান বলেন, গত বছরের ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের নির্দেশনায় পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। তবে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পেয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। শনিবার (১ জানুয়ারি) ভারত থেকে প্রথম পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিনেই ৩০ ট্রাক পেয়াজ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আকবর আলী বলেন, ভোমরা বন্দর দিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত সাত ট্রাক পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন নিয়েছে ব্যবসায়ীরা। এ সকল ট্রাক এখন ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখনও অনুমোদন নেয়ার সুযোগ রয়েছে। সন্ধ্যা ৬টার পর জানা যাবে কত ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করল।

এসপি