নওগাঁর ১০০ নারীর সংগ্রাম শুরু
নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, বিধবা ও হতদরিদ্র ১০০ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২ মে) দুপুরে শহরের টাইম স্কয়ার ভবনে ইথেন এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর উপজেলা) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার।
বিজ্ঞাপন
সংসদ সদস্য বলেন, গ্রামের হতদরিদ্র নারীদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে কর্মসংস্থান করতে পারেন না। আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতে আরেকটি মেশিন কেনার সামর্থ্য অর্জন করলেই সফলতা আসবে বলে মনে করি।
পরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক দ্বিপক কুমার সরকার, সদস্য আবদল খালেক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বক্তব্য দেন।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত পার নওগাঁ সুলতানপুর ঘোষপাড়া দুস্থ নারী বৈশাখী পারভিন ঢাকা পোস্টকে বলেন, এবার ঘরে বসেই মেশিনে প্রতিবেশীদের কাপড় সেলাই করে সংসারের আয় বাড়িয়ে সচ্ছলতা ফেরাতে পারব।
বিজ্ঞাপন
সদরের ঘোষপাড়া এলাকার বিধবা শিউলি আক্তার ঢাকা পোস্টকে বলেন, এর আগে আমাকে কেউই সহায়তা দেয়নি। আর এবার নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার একটি সেলাই মেশিন দিলেন। আমার মতো অনেক অসহায় পরিবারকে তিনি সাহায্য করছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
ইকবাল শাহরিয়ার রাসেল নারীদের উদ্দেশ করে বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসতে হবে। আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনারা কাজে লাগিয়ে আয় করতে পারেন, তাহলে সফল হবেন আশা করছি। আমরা ব্যবসায়ী। সমাজে আমাদের দায়বদ্ধতা আছে।
এ ছাড়া করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ভবিষ্যতে দেড় শতাধিক মেশিন দেওয়ার অঙ্গীকার করেন সবাইকে।
শামীনূর রহমান/এনএ