বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে কেনা অ্যাম্বুলেন্স

বান্দরবানে রোগীদের সেবায় ‘হ্যালো ছাত্রলীগ’ নামে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার (১ জানুয়ারি) সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রোগীরা কম খরচে দেশের যে কোনো প্রান্তে উন্নত চিকিৎসার জন্য যাতায়াত করতে পারবেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ ছাত্রলীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকারের নানান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে পার্বত্য এলাকা উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রোগীদের সেবায় নতুন এ অ্যাম্বুলেন্স পাওয়ায় বান্দরবানবাসী গর্বিত। আগামী দিনে ছাত্রলীগের এই কার্যক্রমের সুফল পাবে বান্দরবানবাসী।

জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাউছার সোহাগ বলেন, ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছে। বান্দরবান থেকে কম খরচে দেশের যে কোনো প্রান্তে উন্নত চিকিৎসার জন্য রোগীরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন।

পরে অ্যাম্বুলেন্সের চাবি বান্দরবান পার্বত্য জেলা পষিদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

এসপি