নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নজরুল ইসলামের সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নজরুল ইসলামকে নিয়ে ফেসবুকে লাইভ টক শোতে মানহানিকর আলোচনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (০২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম নিজেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, একটি জাতীয় দৈনিকের নবীনগর উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ তার পরিচালিত ‘নবীনগরের কথা’ নামের ফেসবুক আইডি থেকে ২৬ এপ্রিল লাইভ টক শোতে আমাকে এবং নবীনগরের সংসদ সদস্যকে জড়িয়ে বিভ্রান্তিমূলক ও অশোভন এবং মানহানিকর আলোচনা-সমালোচনা করেন। এতে আমি বিব্রত ও মর্মাহত হয়েছি। শুধু তাই নয়, সম্প্রতি ওই ফেসবুক আইডি ব্যবহার করে নবীনগরের কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা উসকানিমূলক এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও সম্প্রীতি বিনষ্টের জন্য করা হয়েছে। লাইভ টক শোর মাধ্যমে সাধারণ মানুষের শান্তি বিনষ্টে লিপ্ত রয়েছেন গৌরাঙ্গ দেবনাথ।

তিনি আরও বলেন, গৌরাঙ্গ দেবনাথের টকশো ও ফেসবুক লেখালেখির মাধ্যমে নবীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। সেজন্য প্রশাসনের কাছে ‘নবীনগরের কথার’ আইনগত বৈধতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন ও তথ্য সম্পাদক আজহার উদ্দিন জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম