আনসার আল ইসলামের ৪ সদস্য

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। রোববার (০২ মে) ভোরে খুলনার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তেরখাদা দক্ষিণপাড়া এলাকার আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলছিটির দহরা এলাকার আব্দুস সালামের ছেলে আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মাধবকাঠি গ্রামের শাহাদত মোল্লার ছেলে ইউসুফ আলী (২১), নড়াইলের লোহাগড়ার না‌লিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।

র‌্যাব-৩, ঢাকার একটি দল অতিরিক্ত এসপি রিনা রানীর নেতৃত্বে তেরখাদার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে তাদের আটক করে। পরে সকালে তাদের তেরখাদা থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, র‌্যাব-৩ ঢাকার একটি টিম ভোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জন সদস্যকে আটক করে।

তিনি আরও বলেন, সকালে তাদের থানায় সোপর্দ করেছে র‌্যাব। মামলার পর তাদের আদালতে সোপার্দ করা হবে। অভিযোগ রয়েছে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

মোহাম্মদ মিলন/এমএসআর