নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ধান মাড়াই মেশিন

বগুড়ার শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে মাসুদ (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ মে) দুপুরে শেরপুর-ধুনট সড়কের শালফা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণপাড়ার মৃত ময়নাল মন্ডলের ছেলে। মাসুদ দীর্ঘ দিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য যায় মাসুদ। যাওয়ার পথে শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের ধানের খোলা অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়।

মাসুদ ধান মাড়াই মেশিনটি নিচে নামাতে শুরু করেন। নিচে নামানোর সময় ধান মাড়াই মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জেনেছি। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর