নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি, গ্রেফতার ৫
বাগাতিপাড়ায় ১১ দোকানে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার
নাটোরের বাগাতিপাড়ায় ১১ দোকানে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে পুলিশ।
সোমবার (০৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার দুপচাচিঁয়া থানার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান, নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের মৃত মন্ডলের ছেলে শাজাহান মন্ডল, মৃত তমিজ মোল্লার ছেলে মোহাম্মদ নাসের, রাজশাহীর বাঘা থানার ধন্দহ গ্রামের গুলজার হোসেনের ছেলে সেলিম এবং একই থানার ফুলপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহিন আলম।
পুলিশ সুপার বলেন, চলতি বছরের ২১ জানুয়ারি রাত পৌনে ২টার দিকে বাগাতিপাড়া তমালতলা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তারপর থেকেই পুলিশের চারটি টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে রোববার (০২ মে) বিভিন্ন জেলা থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে পুলিশ। আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছেন। ডাকাতিতে তারা ১০ হাজার টাকা করে ভাগ পেয়েছেন।
তাপস কুমার/এএম