রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪০০ পরিবার
রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত আরও ৪শ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। বৃহস্পতিবার (০৬ মে) সকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এ সকল উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ (উপমা) প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৈশ্বিক এ মহামারিতে কর্মহীনদের পাশে প্রধানমন্ত্রী আছেন। তার পাঠানো উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের কাছে আহ্বান সকলে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলবেন।
এদিকে, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বেলা ১১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ সংগঠনটির পরিচালক ও সদস্যরা।
বিজ্ঞাপন
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার তেল রয়েছে।
এ সময় দীপংকর তালুকদার বলেন, এই মহামারির সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আজ ব্যবসায়ীদের এই প্রতিষ্ঠান যেমন এগিয়ে আসছে, তেমনি আশা করছি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন।
টগর রাজ মিশু মল্লিক/এসপি