নির্দেশনা অমান্য করায় মার্কেট বন্ধ করল পুলিশ
সিলেটে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জিন্দাবাজার এলাকার শুকরিয়া মার্কেট বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (০৫ মে) রাত ৮টার পরও মার্কেট খোলা রেখে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাত সাড়ে ৯টায় পুলিশ সদস্যরা এসে মার্কেটে থাকা ক্রেতাদের বের করে দেন।
মার্কেটের এক ব্যবসায়ী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধ করে দেওয়ার কথা থাকলেও রাত সাড়ে ৯টায়ও মার্কেট খোলা ছিল। আর ঈদের বাজারকে কেন্দ্র করে অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের চাপও বেশি ছিল। সেজন্য পুলিশ এসে মার্কেট বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আবু ফরহাদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার কথা। কিন্তু শুকরিয়া মার্কেট রাত সাড়ে ৯টা পর্যন্তও খোলা ছিল। ক্রেতাদের চাপও বেশি ছিল। সেজন্য মার্কেটে যাওয়া ক্রেতাদের বের করে দিয়ে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।
তুহিন আহমদ/আরএআর
বিজ্ঞাপন