সিলেটে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মো. সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইল। বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সুবিদবাজার এলাকায় পেছন থেকে একটি ট্রাক সাব্বিরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ট্রাকের চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন সাব্বির।
খবর পেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকচালকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
তুহিন/এএম