তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে কথা বলছেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলাচল সীমিত করায় বিপদে পড়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মে) সোনারগাঁ উপজেলায় এ সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।

মো. মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জের কর্মহীন সব শ্রেণিপেশার মানুষকে আমরা এ সহায়তার আওতায় এনেছি। ভবিষ্যতেও তা চলমান থাকবে।

খাদ্যসামগ্রী পেয়ে তৃতীয় লিঙ্গের লোকজন বলেন, এ কঠিন সময়ে ত্রাণ পেয়ে আমরা আনন্দিত। এ যেন ঈদের আনন্দ! সামনের বেশ কয়েক দিন সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান বকাউল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

গত ৫ এপ্রিল থেকে সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলায়ও লকডাউন শুরু হয়। ১৪ এপ্রিল থেকে শুরু হয় সর্বাত্মক লকডাউন। এখনো তা চলমান।

শেখ ফরিদ/এনএ