প্রাণঘাতী করোনায় রাজশাহীতে আরেকজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের আটটি জেলার মধ্যে এই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নতুন করে করোনা ধরা পড়েছে আরও ৮৬ জনের। এই এক দিনে সুস্থ হয়েছেন ১৭৫ জন। আর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভাগের আটটি জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ২৭২ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের ২৯ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়।

এ ছাড়া পাবনায় ২৮, নাটোরে ১০, রাজশাহীতে ৯, সিরাজগঞ্জে ৬, নওগাঁয় ২ এবং জয়পুরহাটে দুজনের করোনা শনাক্ত হয়েছে। গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ শনাক্তের খবর পাওয়া যায়নি।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে যে ৪৯৪ জন মারা গেছেন, তার ২৯৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীতে ৭৪, নওগাঁয় ৩৪, সিরাজগঞ্জে ২৩, চাঁপাইনবাবগঞ্জে ২০, পাবনায় ১৮, নাটোরে ১৭ এবং জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ২৮ হাজার ৬৯৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৪৭ জন।

ফেরদৌস সিদ্দিকী/এনএ