ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

অ্যাডভোকেট আবু তাহের ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুমের ছোট ছেলে ফাহিম শাহরিয়ার বলেন, বাবা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারপর ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ দিন রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, বুধবার (৩১ জুলাই) সকালে শহরের রামপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে অ্যাডভোকেট আবু তাহেরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের মিজান ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বিরিঞ্চি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আবু তাহেরের মৃত্যুর খবরে জেলার বিএনপির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। 

তারেক চৌধুরী/জেডএস