সাংবাদিক জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)

এক সময়ের জনপ্রিয় স্থানীয় পত্রিকা খাসখবরের সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম (জেড আলম) চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

জেড আলম চুয়াডাঙ্গা শহরের ৯ নম্বর ওয়ার্ডের আরামপাড়ার মৃত সোলেমান হোসেনের ছেলে ও বিশিষ্ট ডিশ ব্যবসায়ী মনিরুজ্জামান পচার বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রোববার (৩ জানুয়ারি) বাদ জোহর জান্নাতুল মওলা জামে মসজিদে জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে সাংবাদিক জেড আলমের দাফনকার্য সম্পন্ন হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ বলেন, রাত ৩টার দিকে জাহাঙ্গীর আলম কাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় আমিসহ তার পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক জেড আলমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সাংবাদিক জেড আলম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এসপি